মুরগির বাচ্চার দাম ২০২৬ - টাইগার মুরগি চেনার উপায়

আপনি কি টাইগার মুরগি লালন-পালন করতে ইচ্ছুক, তাহলে আপনাকে টাইগার মুরগির বাচ্চার দাম জানতে হবে, যদি আপনি টাইগার মুরগির বাচ্চা কিনতে না জানেন জাত ঠিকমত না চিনে কিনেন তাহলে লাভবান হতে পারবেন না। চলুন টাইগার মুরগি চেনার উপায়, টাইগার মুরগির বাচ্চার দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

আশা করি এতে করে আপনার টাইগার মুরগি পালন সম্পর্কে সঠিক ধারণা চলে আসবে। আমরা এখানে টাইগার মুরগি কোথায় পাওয়া যায়, মুরগির খাবার তালিকা, বাচ্চা পালনের পদ্ধতি, বাচ্চা ফুটানো মুরগির দাম এমন আরো বিষয় নিয়ে আলোচনা করা হবে।

পেজ সূচিপত্রঃ মুরগির বাচ্চার দাম - টাইগার মুরগি চেনার উপায়

টাইগার মুরগি চেনার উপায়

টাইগার মুরগি চেনার উপায় হলো ডোরাকাটা টাইগার স্টাইল রং থাকে বাদামি, কালো, ধূসর ও সোনালি মিশ্রণ পালক। দেখতে অনেক আকর্ষণীয় অনেকটা বুনো মোরগের মতো। এক পলকেই যে কেউ দেখলে মোরগ বা মুরগি চিনতে পারে। অল্পতেই যে কেউ এক পলক দেখলে পছন্দ করে থাকে।

পা শক্ত ও লম্বা হয় অনেকের পায়ে হালকা পালকও থাকে। যেহেতু এই মুরগি অতি দ্রুত বড় হয়ে যায় তাই অন্যান্য জাতের মুরগির তুলনায়। এই মুরগি অন্যান্য মুরগির তুলনায় উচ্চতায় বড় হয়। অন্যান্য মুরগির তুলনায় চঞ্চল প্রকৃতির হয়।

টাইগার মুরগি বাচ্চা কি

এটি কোনো প্রমিত বা স্ট্যান্ডার্ড মুরগির জাত নয়। এটি দেশি এবং দ্রুত বর্ধনশীল জাতের সংমিশ্রণে তৈরি একটি হাইব্রিড মুরগি। এই বাচ্চা স্বাভাবিক বাচ্চার চেয়ে দেখতে একটু আলাদা হয়, এ বাচ্চাটির পা স্বাভাবিক বাচ্চা পায়ের তুলনায় একটু মোটা আর ঠোঁট স্বাভাবিক বাচ্চার ঠোঁটের তুলনায় একটু লম্বা শক্ত।

যেখানে দেশি জাতের মুরগির বাচ্চা ও অন্যান্য জাতের মুরগির বাচ্চা গুলো যে পরিমাণে বৃদ্ধি পায় সেই তুলনায় টাইগার মুরগির বাচ্চা অতি দ্রুত বৃদ্ধি পায়। প্রথম এক সপ্তাহে টাইগার মুরগির বাচ্চা ১৫ থেকে ২০ গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে, সেখানে দেশি মুরগির বাচ্চা তুলনামূলক কম হারে বৃদ্ধি পায়। আশা করি টাইগার মুরগি বাচ্চা কি বুঝতে সমস্যা হবে না।

টাইগার মুরগির বাচ্চার দাম

টাইগার মুরগির বাচ্চার দাম নির্দিষ্ট নয়। এটি নির্ভর করে বাচ্চার বয়স, বিক্রেতার অবস্থান ও পরিবহন দূরত্বের উপর। সাধারণত এই বাচ্চার দাম প্রতি পিস ১০০ থেকে ১১০ টাকা পর্যন্ত হয়ে থাকে, তবে এটি পরিবর্তনশীল। নির্দিষ্ট দাম জানতে হলে আপনার স্থানীয় বাজার বা সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে হবে।

ডিলার পয়েন্ট থেকে ক্রেতার অবস্থান যত দূরত্ব হয় টাইগার মুরগির বাচ্চার দামের সাথে এক্সট্রা পরিবহন খরচ যোগ হয়। এতে করে মুরগির মাথাপিছু বাচ্চার দাম বেড়ে যায় ডিলার পয়েন্ট এর সঙ্গে যোগাযোগ করে যদি পরিবহন খরচ তারা কোম্পানির তরফ থেকে দেয় সেটা আলাদা বেপার। তবে টাইগার মুরগির বাচ্চার দাম বর্তমান দেখে টাইগার মুরগি কত টাকা কেজি বিক্রি হবে তাও অনেক সময় নির্ধারিত হয়।

টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়

টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় অতি সহজ, টাইগার মুরগির বাচ্চা আর স্বাভাবিক মুরগির বাচ্চা দেখলে এক পলকে চেনা যায়, কারণ স্বাভাবিক মুরগির বাচ্চা গুলো টাইগার মুরগির বাচ্চার তুলনায় ছোট হয়। আর টাইগার মুরগির বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চার তুলনায় একটু বড় হয় গায়ে পশম গুলো বেশি থাকে পা শক্ত হয়।

শরীর নাদুস নুদুস হয় টাইগার মুরগির বাচ্চা একদিনে যে পরিমাণ ওজন হয়, দেশি মুরগির বাচ্চা গুলো তিন থেকে চার দিনে সেই পরিমাণ ওজন আসতে চায় না। চাইলে আপনি বাচ্চা হওয়ার দিনে ওজন করে দেখতে পারেন প্রায় ১২ থেকে ১৩ গ্রাম হয়ে থাকে এগুলোই হলো টাইগার মুরগির বাচ্চা চেনার উপায়। এগুলোর যদি কোন উল্টাপাল্টা হয় তাহলে বুঝবেন জাতের কম বেশি আছে।

টাইগার মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায়

টাইগার মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায় এর সহজ উত্তর হলো, টাইগার মুরগির বাচ্চা সাধারণত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ইউটিউব এবং খামারের অনলাইন পেজে পাওয়া যায়। স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মুরগির খামার বা নার্সারিতেও এগুলো খোঁজ করা যেতে পারে।

অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং খামারের নিজস্ব অনলাইন পেজগুলোতে টাইগার মুরগির বাচ্চা বিক্রির বিজ্ঞাপন দেখা যায়। সেখানে সরাসরি বিক্রেতার সাথে যোগাযোগ করা যায়।

ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত

ব্রয়লার মুরগির বাচ্চার দাম ২০২৫ সালের অনুযায়ী সচরাচর ৫০ থেকে ৫৫ টাকা চলছে। তবে বাজার চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে ব্রয়লার মুরগির বাচ্চার দাম পরিবর্তনশীল হয়ে থাকে। আবার এমন অনেক সপ্তাহ দাম অপরিবর্তিত থাকে।

ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত অনেক সময় ডিমের দামের উপর ভিত্তি করে হয়ে থাকে। যখন বাচ্চা উঠানো মুরগির ডিমের দাম বেশি তখন বাচ্চার দামও তুলনামূলক বেশি হয়। বাচ্চাগুলো ফার্ম থেকে কত দূরে ডেলিভারি স্থান এর উপর ভিত্তি করেও বাচ্চার দাম নির্ধারণ করা হয়। ফার্মের মালিক ও ক্রেতার সমঝোতার ভিত্তিতে এই নাম নির্ধারণ হয়ে থাকে তবে এটা অবশ্যই পরিবর্তনশীল।

মুরগির বাচ্চা পালনের নিয়ম

মুরগির বাচ্চা পালনের নিয়ম হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ, সঠিক খাবার ও পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চা ছোট থাকা অবস্থায় একটি নির্দিষ্ট তাপমাত্রা যেমন প্রথম সপ্তাহে প্রায় 95∘F raised to the composed with power cap F95∘𝐹 বজায় রাখা প্রয়োজন এবং ধীরে ধীরে তা কমাতে হয়।

তাদের জন্য একটি সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে এবং পরিষ্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। বাচ্চার জন্য একটি সুরক্ষিত ও গরম স্থান নিশ্চিত করতে হবে। খাদ্য ও জলের পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। উপরিউক্ত মুরগির বাচ্চা পালনের নিয়ম মেনে মুরগি লালন পালন করলে আল্লাহ ভরসা লাভবান হওয়ার শতভাগ সম্ভাবনা থাকবে।

মুরগির বাচ্চার ইংরেজি প্রতিশব্দ কি

মুরগির বাচ্চার ইংরেজি প্রতিশব্দ chick, এটা সাধারণ অর্থে বোঝানো হয় যদি আরো প্রতিশব্দ যেমন Chicken chick, Baby chicken। সদ্য ফোটা মুরগির বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক মুরগির ইংরেজি প্রতিশব্দ ভাগ করে বলতে যায় তাহলে বিষয়টা এমন হয়।

যদি ব্রয়লার জাতের বাচ্চা বোঝানো হয় তাহলে Broiler chick, যদি লেয়ার জাতের বাচ্চা বোঝানো হয় Layer chick, সদ্য ফোঁটা বাচ্চা Hatchling নামে ডাকা যায়। একদিন বয়সী বাচ্চার জন্য ব্যবহৃত হয় Day-old chick, তরুণ মোরগ বুঝাতে Cockerel প্রতিশব্দটি ব্যবহার হয়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে মুরগির বাচ্চার ইংরেজি প্রতিশব্দ কি তুলে ধরার চেষ্টা করা হলো।

মুরগির বাচ্চার খাবার তালিকা

মুরগি লালন পালন করতে হলে সবার আগে মুরগির বাচ্চার খাবার তালিকা বুঝতে হবে। মুরগির বাচ্চা জন্মানোর চার দিন সাধারণ পানি দেওয়া যাবে না একটি মিশ্রণ খাওয়াতে হবে। এক লিটার পানিতে এক গ্রাম রেনামাইসিন পাউডার বা টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ, এক গ্রাম (WS) ভিটামিন, ১০ গ্রাম আখের গুড় বা চিনি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্রথম ৩-৪ দিন বাচ্চাদের শুধু এই মিশ্রণ পান করালেই চলবে।

প্রথম দিন খাদ্য হিসেবে প্রত্যেক ছানার জন্য ৩ থেকে ৪ গ্রাম সুষম খাবার দিতে হবে। ঘরে তৈরি সুষম খাবার দিতে পারেন আবার বাজারের ব্রয়লার স্টার্টার খাবারও দিতে পারেন। প্রথম সপ্তাহ জুড়ে মাথাপিছু ১০ গ্রাম হারে খাবার দিতে হবে। প্রতি সপ্তাহে খাবারের পরিমাণ ৫-৭ গ্রাম হারে বাড়াতে হবে। বাচ্চার বয়স চার সপ্তাহ হলে ভাত, গমের গুঁড়া, ভুট্টা ভাঙা, খুদ ইত্যাদি সুষম খাবারের পাশাপাশি অল্প অল্প খাওয়াতে হবে।

লেয়ার মুরগির বাচ্চা পালনের পদ্ধতি

জন্মের প্রথম সপ্তাহে পরিবহন জনিত কারণে বাচ্চা পানি শূন্যতায় ক্লান্ত হয়। তাই এদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং দ্রুত পানি পান করাতে হবে। পানির সাথে ৫% হারে গ্লকোজ মিশিয়ে দিলে সহজে শক্তি পেতে পারে। যে কোন উন্নমানের মাল্টিভিটামিন ও ইলেক্ট্রোলাইট প্রস্তুতকারী কোম্পানীর নির্দেশ মতো পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে।

হ্যাচারী বা বিক্রয়কেন্দ্র থেকে বাচ্চা পরিবহন করে খামারে আনলে মাল্টিভিটামিন ও ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হলে পরিবহনজনিত ক্লান্তি ও পানি শূন্যতা দূর করে বাচ্চাকে দ্রুত স্বাভাবিক করে তোলে।এরপরেই টিকা প্রদান কর্মসূচি অনুসারে বিভিন্ন রোগের টিকা প্রদান করলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি হয় এবং সংক্রামক রোগ হতে মুরগিকে রক্ষা করা যায়। লেয়ার মুরগির টিকা মারেক্স, রাণীক্ষেত, গামবোরো, ব্রংকাইটিস, বসন্ত, সালমোনেলা, করাইজা।

৪ থেকে ৫ সপ্তাহ বয়স থেকে ডিম পাড়া শুরু করা পূর্ব পর্যন্ত বাড়ন্ত বাচ্চা হিসেবে ব্যবস্থাপনা করতে হয় ব্রুডিংয়ের পর খামারে মজুদের জন্য ভাল গুণাগুন সম্পন্ন পুলেট করা হয় যাতে ভবিষ্যতে বেশি ডিম পাওয়া যায় ভাল ডিম উৎপাদনের জন্য পুলেট পালন ও নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেয়ার মুরগির বাচ্চা পালনের পদ্ধতি বিভিন্ন সরকারি প্রজেক্টে প্রশিক্ষণ দেওয়া হয় আপনি চাইলে সেখান থেকে শিখতে পারে।

মুরগির বাচ্চা ফুটানোর মেশিনের দাম কত

টাইগার মুরগির বাচ্চা ফোটানোর মেশিনের দাম নির্ভর করে মেশিনের আকার, ক্ষমতার উপর। চলুন টাইগার মুরগির বাচ্চা ফুটানোর মেশিনের দাম কত তার প্রকারভেদ অনুযায়ী আলোচনা করা যাক। বিডি স্টলের ইনকিউবেটর ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা ইনকিউবেটরের তালিকা লিপিবদ্ধ হয়েছে। ২০২৫ সালের বাংলাদেশে বর্তমান সেরা ইনকিউবেটরের মূল্য তালিকা নিচে দেওয়া হলোঃ

ইনকিউবেটর এর মূল্য তালিকা

ইনকিউবেটর মডেল মূল্য
Automatic 300 Egg Hatching Incubator ১৩০০০টাকা
364 Egg Full Auto AC / DC Incubator ১২০০০ টাকা
Automatic Computer Control Incubator ৩৫০০ টাকা
110 Egg Semi-Auto AC / DC Incubator ৩০০০ টাকা
80 to 100 Capacity AC + DC Egg Incubator Machine ২৫৯৯ টাকা
110 Egg Automatic AC / DC Incubator ২৬০০ টাকা
110 Egg Capacity AC incubator ২০০০ টাকা
88 Egg Capacity AC incubator ১৮৫০ টাকা
88 Egg Capacity AC Incubator ১৭০০ টাকা

মুরগী নিয়ে সাধারণ প্রশ্ন (FAQ):

১. প্রশ্নঃ টাইগার মুরগি কত দিনে কত কেজি হয়?
উত্তরঃ সাধারণত ১.৫ থেকে ২ মাসের মধ্যে ১.৫ কেজি বা তার বেশি ওজন হয়।
২. প্রশ্নঃ টাইগার মুরগি কি কি খায়?
উত্তরঃ টাইগার মুরগি লেয়ার ফিট, লেয়ার ওয়ান ফিড খাওয়ার পাশাপাশি প্রাকৃতিক সব ধরনের খাবার খেয়ে থাকে।
৩. প্রশ্নঃ টাইগার মুরগির ওজন কেমন হয়?
উত্তরঃ রেকর্ড অনুযায়ী ৯ কেজি পর্যন্তও ওজন দেখা গেছে।
৪. প্রশ্নঃ ব্রয়লার প্রতিদিন কত গ্রাম ফিড খায়?
উত্তরঃ বয়স ও ওজন অনুযায়ী ১০০ থেকে দেড়শ গ্রাম বা তার বেশি ফিড খায়।
৫. প্রশ্নঃ টাইগার মুরগি বিক্রয়ের উপযোগী হয় কত দিনে?
উত্তরঃ ২ মাসেই টাইগার মুরগি বিক্রয়ের উপযোগী হয়।
৬. প্রশ্নঃ প্রতিদিন টাইগার মুরগি কতটুক খাবার খায়?
উত্তরঃ একটি প্রাপ্তবয়স্ক টাইগার মুরগি দিনে ১০০ থেকে ১২৫ গ্রাম খাদ্য গ্রহণ করে।
৭. প্রশ্নঃ টাইগার মুরগি কত বছর বয়সে ডিম দেওয়া শুরু করে?
উত্তরঃ চার থেকে পাঁচ মাস বয়সে টাইগার মুরগি ডিম দেওয়া শুরু করে।
৮. প্রশ্নঃ টাইগার মুরগি পালন করতে কতটা জায়গা লাগে?
উত্তরঃ প্রতি ৫০টি টাইগার মুরগি পালন করতে ৫০০ থেকে ১০০০ বর্গ ফিট প্রয়োজন।
৯. প্রশ্নঃ কত বছর টাইগার মুরগি ডিম পাড়ে?
উত্তরঃ তিন থেকে চার বছর একটানা টাইগার মুরগির ডিম পারে।

লেখকের শেষ কথাঃ

টাইগার মুরগি পালন পদ্ধতি বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। টাইগার মুরগির বাচ্চার দাম, টাইগার মুরগি চেনার উপায়, আমরা আলোচনা করলাম, এতে করে টাইগার মুরগি লালন-পালনে আমরা অনেক খানি এগিয়ে থাকবো ইনসাআল্লাহ।

আমরা আরো শিখলাম লেয়ার মুরগির বাচ্চা পালনের পদ্ধতি, কি ভাবে লেয়ার মুরগি লালন পালন করতে হয় তার নিয়ম। আশা করা যায় এই আর্টিকেল পড়ে আপনি টাইগার মুরগি পালনে উপকৃত হবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Present_Tech_BD এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url