সোনালী হাইব্রিড মুরগির খাবার তালিকা - মুরগির বাচ্চার দাম
সোনালী মুরগী থেকেই চাহিদা পুরণের লক্ষেই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সালঙ্গা
থানার চরিয়া উজির গ্রামের রাশেদ পোল্ট্রি ও হ্যাচারি এই সোনালী হাইব্রিড মুরগিটি
প্রথম তৈরি করা হয়েছে এবং সফল খামারের সারিতে এটির নাম নিবন্ধন আছে।
সোনালি মুরগির পরিচিতি ও বৈশিষ্ট্য সোনালী হাইব্রিড মুরগি উৎপত্তি বাংলাদেশেই।
ডিম ও মাংস উৎপাদনের জন্য লালচে বাদামী বা সোনালী রং এর শক্ত জাত শঙ্কর জাতের
মুরগি। গ্রামীণ পরিবেশে এই সোনালী হাইব্রিড মুরগি পালন করা যায়।
পেজ সূচিপত্রঃ সোনালী হাইব্রিড মুরগির খাবার তালিকা
সোনালী হাইব্রিড মুরগির খাবার তালিকা
সোনালি হাইব্রিড মুরগি পালনের ক্ষেত্রে অনেক খামারি ভাইরা জানতে চান সোনালী
হাইব্রিড মুরগির খাবার তালিকা। দৈনিক কত গ্রাম করে খাদ্য দিতে হবে আর কত লিটার
পানি। চলুন আজ আলোচনা করা যাক সোনালী হাইব্রিড মুরগির খাবার তালিকা যে কোন
বয়সে কি পরিমাণ খাবার ও পানি দিতে হয়।চলুন ৫০ টা সোনালী হাইব্রিড মুরগির খাবার
তালিকা তৈরি করা যাক।
৬ষ্ঠ সপ্তাহ থেকে ১০ সপ্তাহ পর্যন্ত খাদ্য হিসাব করার সহজ সূত্র হলোঃ
সূত্রঃ মুরগির বয়স(সপ্তাহ) × ৫ + ৮ = মুরগির খাদ্য (গ্রাম)
সূত্র অনুযায়ী ১ টি সোনালী হাইব্রিড মুরগির খাবারঃ
- ৬ষ্ঠ সপ্তাহে (৬×৫)+৮ = ৩৮ গ্রাম
- ৭ম সপ্তাহে দৈনিক (৭×৫)+৮ = ৪৩ গ্রাম
- ৮ম সপ্তাহে দৈনিক (৮×৫)+৮ = ৪৮ গ্রাম
- ৯ম সপ্তাহে দৈনিক (৯×৫)+৮ = ৫৩ গ্রাম
- ১০ম সপ্তাহে দৈনিক (১০×৫)+৮ = ৫৮ গ্রাম
সে অনুযায়ী নিচে ৫০ টি মুরগীর খাবার তালিকা দেয়া হলোঃ
- ১ম সপ্তাহে ৫০ টা সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে দৈনিক ৩৫০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ২য় সপ্তাহে ৫০ টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে দৈনিক ৭০০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ৩য় সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে দৈনিক ১০৫০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ৪র্থ সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে দৈনিক ১৪০০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ৫ম সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে দৈনিক ১৭৫০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ৬ষ্ঠ সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে ১৯০০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ৭ম সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে ২১৫০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ৮ম সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে ২৪০০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ৯ম সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে ২৬৫০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
- ১০ম সপ্তাহে ৫০টি সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে ২৯০০ গ্রাম করে খাদ্য দিতে হবে।
পানির হিসাব মুরগি দৈনিক যতটুকু খাদ্য খেয়ে থাকে,তার ২-৩ গুন বেশি পানি খেয়ে
থাকে।
সোনালী হাইব্রিড মুরগি
আমেরিকান জাত আর.আই.আর Rhode Island Red সংক্ষেপে RIR ও মিশরীয় ফাউমি Fayoumi
জাতের মুরগির ক্রসে সোনালি মুরগি উদ্ভাবন করা হয়। এজন্য সোনালিকে ক্রসব্রিড
(সংকর জাত) মুরগি বলা হয়। সর্বপ্রথম ১৯৮৭ সালে প্রাণিসম্পদ অধিদপ্তরের
কর্মকর্তা জনাব আব্দুল জলিল স্যার সোনালী জাতের মুরগী উদ্ভাবন করেছিলেন।
পালকের রঙ দেখে ১ম দিনেই মুরগী বা মুরুগ বুঝা যায়। এটি মাঝারী আকারের মুরগি।
প্রাপ্ত বরস্ক মুরগির ওজন ১৬০০ গ্রাম আর মোরগের ওজন ২কেজি হয়ে থাকে। নিবিড় পালন
পদ্ধতিতে বছরে ১৯০-২০০ পিচ ডিম পেড়ে থাকে। ডিমের ওজন ৫৫-৬০ গ্রাম আর রঙ হাল্কা
বাদামী দেখায়। মুরগি ২০-২১ সপ্তাহে ১ম ডিম দেয়।
সোনালী হাইব্রিড মুরগির বাচ্চার দাম
সোনালি হাইব্রিড মুরগির বাচ্চার দাম কত টাকা চলুন বিস্তারিত আলোচনা করা যাক।
বাংলাদেশের খামারিদের কাছে সোনালি হাইব্রিড মুরগির বাচ্চা পালন অনেক জনপ্রিয়।
এই মুরগির জাতটি মূলত তার উচ্চ মানের মাংস এবং ডিমের জন্য পরিচিত। বর্তমানে
বাজারে সোনালি হাইব্রিড মুরগির বাচ্চার দাম, চাহিদা সঠিক তথ্য জানা দরকার।
২০২৫ সালের আগস্ট মাসের তথ্য অনুযায়ী, সোনালি মুরগির বাচ্চার দাম ৩৩-৪৩ টাকা
পর্যন্ত। সোনালি মুরগির বাচ্চার দাম নির্ভর করে বাজারের চাহিদা ও সরবরাহের উপর।
বাজারে যখন চাহিদা বেশি থাকে, তখন দাম বেড়ে যায়। আবার সরবরাহ বেশি থাকলে দাম
কমে যায়। ২০২৫ সালে সোনালি মুরগির বাচ্চার দাম স্থিতিশীল রয়েছে। সোনালী
হাইব্রিড মুরগির বাচ্চার দাম নিচে তুলে ধরা হলোঃ
- সোনালী রেগুলার ১ দিনের বাচ্চা ৩২ টাকা পিচ
- সোনালী ক্লাসিক ১ দিনের বাচ্চা ৩৩ টাকা পিচ
- সোনালী হাইব্রিড ১ দিনের বাচ্চা ৪৩ টাকা পিচ
- সোনালী সুপার হাইব্রিড ১ দিনের বাচ্চা ৪৪ টাকা পিচ
সোনালী হাইব্রিড মুরগির ওজন
সোনালী হাইব্রিড মুরগির একদিনের বাচ্চার ওজন ৩০ থেকে ৩৫ গ্রাম হয়। এরপর
বাচ্চার ওজন বৃদ্ধি নির্ভর করে ফার্মের খাবার দেওয়ার পরিবেশের উপর,তবে লক্ষণীয়
বিষয় সোনালী হাইব্রিড মুরগির প্রাপ্তবয়স্ক মোরগ সাধারণত ২ থেকে ৩.৫ কেজি এবং
মুরগি ১ থেকে ১.৫ কেজি পর্যন্ত ওজন হতে পারে।
নিয়মিত পরিমিত খাবার খাওয়ালে সোনালী হাইব্রিড মুরগির ওজন অতি দ্রুত বাড়ে।
খাবার খাওয়ানোর পাশাপাশি সঠিকভাবে যত্ন নিতে পারলে সোনালী হাইব্রিড মুরগির ওজন
যেমন বাড়বে পাশাপাশি আপনার আর্থিক অবস্থার উন্নতি সাধন করতে পারে।
সোনালী হাইব্রিড মুরগির ওজন বৃদ্ধির উপায়
সোনালী হাইব্রিড মুরগির ওজন বৃদ্ধির জন্য কিছু সুষম খাবার খাওয়াতে হয় চলুন নিচে
তুলে ধরা হলো।সয়াবিন তেল, টক্সিনবাইন্ডার, কোলিনক্লোরাইড, এল-লাইসিন, ভূট্টা,
সয়াবিন, রাইচপালিশ, প্রোটিন ৬০, ঝিনুক চূর্ণ, লবণ, সালমোনেলা কিলার, প্রিমিক্স
এই উপাদান গুলো দিয়ে সোনালী হাইব্রিড মুরগির খাবার তৈরি করতে হয়।
| সপ্তাহ |
খাদ্য |
|---|---|
| ১ থেকে ৬ সপ্তাহ | স্টার্টার |
| ৭ থেকে ১২ সপ্তাহ | গ্রোয়ার |
| ১৩ থেকে ১৭ সপ্তাহ | প্রি -লেয়ার |
| ১৮ থেকে ৪৫ সপ্তাহ | লেয়ার ১ |
| ৪৬ থেকে ৯৫ সপ্তাহ | লেয়ার ২ |
সোনালী হাইব্রিড মুরগি পালন
সোনালী হাইব্রিড মুরগি পালন পদ্ধতি শুরু করার আগে সোনালি মুরগি পালনের সমস্ত
তথ্য সম্পর্কে জানতে হবে। বিদেশি মুরগির চেয়ে সোনালি মুরগীর রোগ ও প্রতিরোধ
ক্ষমতা তুলনামূলক বেশি। সোনালী মুরগীর খাবার দেখতে গেলে দেশি মুরগির মত হয়ে
থাকে। এটি একটি কোরাস মুরগি।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সালঙ্গা থানার চরিয়া উজির গ্রামের রাশেদ পোল্ট্রি
ও হ্যাচারি এই সোনালী মুরগিটি প্রথম তৈরি করা হয়েছে এবং সফল খামারের সারিতে
এটির নাম নিবন্ধন আছে। ৬০ দিনের হিসাব করে হাইব্রিড সোনালি মুরগি পালন করা হয়।
সোনালি মুরগির চাহিদা মেটানোর জন্য তৈরী করা হল হাইব্রিড সোনালি মুরগি। এখন
বেশির ভাগ খামারিরা হাইব্রিড সোনালি মুরগি পালন করছে কারন এদের খাবার খরচ একই
পরিমানের কিন্তু সোনালি মুরগির চেয়ে হাইব্রিড মুরগি বেশি বাড়ে।
মাংশ উৎপাদন কারী জাত হিসাবে এই মুরগি জাত তৈরী করা হয়েছে। প্রাপ্ত বয়স্ক মোরগ
– মুরগির ওজন সাধারণত ২ কেজি থেকে ৩.৫ কেজি হয়ে থাকে। এদের গায়ের রং সাধারণত
লাল, কাল, সাদা। হাইব্রিড সোনালি মুরগির ১ দিনের বাচ্চার ওজন ৩০ গ্রাম থেকে ৩৫
গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ৬০ দিনে মুরগির ওজন আসে প্রায় ৯০০ থেকে ৯৫০ গ্রাম
পর্যন্ত।
সোনালী হাইব্রিড মুরগির ভ্যাকসিন তালিকা
সোনালী হাইব্রিড মুরগির লালন পালন করতে গেলে নিয়মিত ভ্যাকসিন করতে হয়। এতে
করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং নতুন করে রোগে আক্রান্ত হওয়ার
সম্ভাবনা আর থাকে না। নিচে সোনালী হাইব্রিড মুরগির ভ্যাকসিন তালিকা আকারে
দেখানো হলোঃ
- ৩ থেকে ৫ দিনের মধ্যে রানীক্ষেত ও ব্রংকাইটিস রোগের জন্য আইবি+এনডি এক চোখে এক ফোঁটা
- ১০ থেকে ১২ দিনের মধ্যে গামবোরো রোগের জন্য আই বি ডি এক চোখে এক ফোঁটা
- ১৮ থেকে ২২ দিনের মধ্যে গামবোরো রোগের জন্য আই বি ডি এক চোখে এক ফোঁটা
- ২৪ থেকে ২৬ দিনের মধ্যে রানীক্ষেত রোগের জন্য এনডি এক চোখে এক ফোঁটা
- ৪৪ থেকে ৪৮ দিনের মধ্যে রানীক্ষেত ডিমের জন্য প্রযোজ্য এনডি এক চোখে এক ফোঁটা
(FAQs): সোনালী হাইব্রিড মুরগির খাবার তালিকা
১। প্রশ্নঃ কোন সময় বাচ্চা উঠানোর জন্য উত্তম ?
উত্তরঃ বসন্ত ,গ্রীষ্মকাল বাচ্চা উঠানোর জন্য উত্তম সময়।
২। প্রশ্নঃ সোনালী হাইব্রিড মুরগিপালনে কত টাকা নিয়ে শুরু করতে হয় ?
উত্তরঃ সর্বনিম্ন ২০ টা মুরগী দিয়ে শুরু করলে ১৫০০০ টাকা মূলধন লাগবে।
৩। প্রশ্নঃ ব্রয়লার মুরগির ডিমের ক্ষতিকর দিক বেশি না উপকার বেশি ?
উত্তরঃ ব্রয়লার মুরগির খাবার দেওয়ার উপর নির্ভর করে।
৪। প্রশ্নঃ সোনালী হাইব্রিড মুরগির খাবার তালিকা কি ভাবে সংরক্ষন
করবো?
উত্তরঃ খামারে বয়স ভিত্তিক চার্ট করে সংরক্ষণ করতে পারি।
৫। প্রশ্নঃ সোনালী হাইব্রিড মুরগির মেডিসিন কোথায় থেকে
সংগ্রহ করবো?
উত্তরঃ উপজেলা পশু সম্পদ অধিদপ্তর থেকে মেডিসিন সংগ্রহ করা
সর্বোত্তম।
লেখকের শেষ কথাঃ
দেশে বিদ্যমান জনসংখ্যার দিক নির্ভর করে যে কোন খাদ্য দ্রব্যের যেমন চাহিদা
বেড়েছে,সেই রকমি খাদ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য পদ্ধতি ও বের হয়েছে। সেই
দিক থেকে চিন্তা করতে গেলে স্বাস্থ্যকর দেশি মুরগির চাহিদা পূরণ করতে সোনালী
হাইব্রিড মুরগির খাবার তালিকা অনুসরণ করে সোনালী হাইব্রিড মুরগির লালন পালন করতে
হবে।

Present_Tech_BD এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url